শ্রীনগরের বটমালু এলাকায় বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের। গুলির লড়াইতে ২ জঙ্গিকে খতম করলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। নিহত জঙ্গিদের নাম আব্বাস শেখ এবং শাকিব মঞ্জুর। এদের মধ্যে আব্বাস লস্কর ই তৈবা তথা TRF-এর শীর্ষ কমান্ডার ছিল বলে জানা যাচ্ছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজের চলছিল তল্লাশি।
এর আগে নাগবেরন ত্রাল এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ৩ সন্ত্রাসবাদী। খতম ৩ জঙ্গিই জইশ ই মহম্মদের সদস্য ছিল বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে একজনের নাম উকিল শাহ। বিজেপি নেতা রাকেশ পন্ডিতকে হত্যার অভিযোগ রয়েছে উকিল শাহর বিরুদ্ধে। এছাড়া গত ২০ তারিখ পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয় হিজবুল মুজাহিদিনের ২ জঙ্গি।
এদিকে মঙ্গলবারই হতে চলেছে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লিয়ারেশনের গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে জম্মুকাশ্মীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় রণনীতি নির্ধারণ করা হবে। মূলত গুপকার হল মূলস্রোতের ৬টি রাজনৈতিক দলের একটি মিলিত সংগঠন যারা জম্মুকাশ্মীরের জন্য বিশেষ রাজ্যের মর্যাদার দাবি জানাচ্ছে। প্রসঙ্গত ২০১৯ সালে ৩৭০ ও ৩৫-এ ধারা বিলোপ করে কেন্দ্রীয় সরকার।