সম্প্রসারিত হল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। শপথ নিলেন ৭ জন মন্ত্রী। শপথবাক্য পাঠ করালেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। পূর্বতন ইউপিএ সরকারের মন্ত্রী জিতিন প্রসাদকে মন্ত্রী করল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। গত জুন মাসেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেছেন জিতিন প্রসাদ। তবে জিতিন প্রসাদ বর্তমানে বিধায়ক নন। তাঁকে বিধান পরিষদে আনার জন্য নাম পাঠিয়েছে সরকার।
ছত্রপাল গঙ্গোয়ারকেও মন্ত্রী করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। এর আগে ২০০৭ ও ২০১৭ সালে দু'বার বিধায়ক হন তিনি। বলরামপুরের বিধায়ক পল্টু রামও এদিন মন্ত্রী পদে শপথ নেন। মন্ত্রী পদে শপথ নিয়েছেন সঙ্গীতা বলবন্ত বিন্দ। গাজিপুর সদর কেন্দ্রের বিধায়ক তিনি। ইতিমধ্যেই তাঁর বেশকিছু রচনাও প্রকাশিত হয়েছে।
অন্যদিকে ওবরার বিধায়ক সঞ্জীব কুমার গোন্ডকেও মন্ত্রী করেছে উত্তরপ্রদেশ সরকার। মন্ত্রী করা হয়েছে দীনেশ খটিককেও। তিনি মেরঠের হস্তিনাপুরের বিধায়ক। পাশাপাশি বিধান পরিষদের সদস্য ধরমবীর প্রজাপতিকেও মন্ত্রী করেছে যোগী আদিত্যনাথের সরকার। এর আগে রাজ্য বিজেপিতেও গুরুত্বপূর্ণ পদ সামলেছেন ধরমবীর প্রজাপতি।
জানা যাচ্ছে, মন্ত্রিসভা সম্প্রসারণের আগেই শামলির চৌধুরী বীরেন্দ্র সিং গুর্জর, মুরাদাবাদের গোপাল অঞ্জন ভুরজি, শাহজাহানপুরের জিতিন প্রসাদ এবং গোরখপুরের সঞ্জয় নিষাদের নাম বিধান পরিষদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই মন্ত্রিসভা সম্প্রসারণতে কটাক্ষ করেছে সমাজবাদী পার্টি (SP)। সপার মুখপাত্র, অনুরাগ ভাদোরিয়া বলেন, বিজেপির (BJP) পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে, তাই জাতিগত ভিত্তিতে মন্ত্রিসভা সম্প্রসারণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, আগামী বছরই হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন।