Advertisement

সংবিধান না সংসদ, কোনটা সর্বোচ্চ? ধনখড়-মন্তব্যে সরব কংগ্রেস

২০১৫ সালে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (NJAC) আইন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এছাড়াও, তিনি ভারতীয় বিচার বিভাগের ইতিহাসের অন্যতম প্রধান মামলা কেশবানন্দ ভারতী মামলার উল্লেখ করে বলেন, ১৯৭৩ সালের এই রায়টি একটি ভুল নজির স্থাপন করেছিল। রাজ্যসভার চেয়ারম্যান ধনখর আরও বলেন, তিনি কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে একমত নন যে, সংসদ সংবিধান সংশোধন করতে পারে, তবে তার মৌলিক কাঠামো নয়। 

সংসদ ভবন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 12 Jan 2023,
  • अपडेटेड 7:18 PM IST
  • সুপ্রিম কোর্টের সমালোচনায় ধনখড়
  • পাল্টা ধনখড়কে কটাক্ষ কংগ্রেসের
  • জেনে নিন গোটা বিষয়টি

ভারতীয়ে সর্বোচ্চ কে, সংসদ নাকি সংবিধান? বুধবার এক অনুষ্ঠানে অনুষ্ঠানে এই ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বিচার বিভাগকে নিশানা করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পাল্টা আসরে নামলো কংগ্রেসও। উপরাষ্ট্রপতির বক্তব্য বিচার ব্যবস্থার ওপর বেনজির আক্রমণ, বলে মনে করছে কংগ্রেস। তাদের মতে, এটি একটি সাংবিধানিক সংস্থার অন্যের উপর প্রকাশ্য আক্রমণ।

২০১৫ সালে জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (NJAC) আইন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এছাড়াও, তিনি ভারতীয় বিচার বিভাগের ইতিহাসের অন্যতম প্রধান মামলা কেশবানন্দ ভারতী মামলার উল্লেখ করে বলেন, ১৯৭৩ সালের এই রায়টি একটি ভুল নজির স্থাপন করেছিল। রাজ্যসভার চেয়ারম্যান ধনখর আরও বলেন, তিনি কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সঙ্গে একমত নন যে, সংসদ সংবিধান সংশোধন করতে পারে, তবে তার মৌলিক কাঠামো নয়। 

'কেশবানন্দ ভারতী কেস নিয়ে কাউকে সমালোচনা করতে শুনিনি'
ভাইস প্রেসিডেন্টের এই বিবৃতিতে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলেন, "একজন সংসদ সদস্য হিসাবে আমার ১৮ বছরে আমি কখনও কাউকে সুপ্রিম কোর্টের ১৯৭৩ সালের কেশবানন্দ ভারতীর রায়ের সমালোচনা করতে শুনিনি।" জয়রাম রমেশ আরও বলেন, "বিজেপির অরুণ জেটলির মতো আইন প্রণেতারা এই সিদ্ধান্তকে একটি মাইলফলক বলে অভিহিত করেছিলেন। এখন রাজ্যসভার চেয়ারম্যান বলছেন, এটা ভুল, এটা বিচার বিভাগের ওপর অসামান্য আক্রমণ।" অন্য একটি টুইটে তিনি আরও বলেন, "এই বিবৃতিতে একটি সাংবিধানিক সংস্থার অন্যটির উপর নজিরবিহীন আক্রমণের আভাস রয়েছে।"

'সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে ধনখর'
জয়রাম রমেশ বলেন, "ভিন্ন দৃষ্টিভঙ্গি এক জিনিস, তবে উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বকে সম্পূর্ণ ভিন্ন স্তরে নিয়ে গেছেন।" এর আগে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমও এই বক্তব্যের জন্য জগদীপ ধনখড়ের সমালোচনা করেছিলেন। 

Advertisement

'মাননীয় চেয়ারম্যান ভুল বলেছেন'
সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, "রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান যখনই সংসদকে সর্বোচ্চ বলেছেন তখনই তিনি ভুল প্রমাণিত হয়েছেন। সংবিধান সর্বোচ্চ।"

আরও পড়ুন - আরও চওড়া ফাটল-মাটিতে মিশে যাচ্ছে জোশীমঠ, আতঙ্কের প্রহর

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement