Advertisement

Vinesh Phogat: জুলানা আসনে কংগ্রেস প্রার্থী ভিনেশ, 'ওঁর খ্যাতিকে ব্যবহার...' বলছেন মনোজ তিওয়ারি

Hariyana Bidhansabha Election: হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। কংগ্রেসের হয়ে জুলানা আসন থেকে লড়বেন। শুক্রবার হরিয়ানায় আসন্ন নির্বাচনের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়। সেই সময় কংগ্রেস এই বিষয়ে জানায়।

জুলানা আসন থেকেই প্রার্থী ভিনেশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2024,
  • अपडेटेड 7:34 AM IST
  • হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট।
  • কংগ্রেসের হয়ে জুলানা আসন থেকে লড়বেন।
  • শুক্রবার হরিয়ানায় আসন্ন নির্বাচনের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়।

Hariyana Bidhansabha Election: হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। কংগ্রেসের হয়ে জুলানা আসন থেকে লড়বেন। শুক্রবার হরিয়ানায় আসন্ন নির্বাচনের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়। সেই সময় কংগ্রেস এই বিষয়ে জানায়।

ভিনেশ ফোগাট এবং টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়াকে কংগ্রেসে অন্তর্ভুক্ত করেন কেসি ভেনুগোপাল। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই কংগ্রেস হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৩১টির জন্য প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করা হয়। আর তাতেই ছিল ভিনেশের নাম।

প্রথম তালিকা প্রকাশের পরপরই, কংগ্রেস ইসরানা বিধানসভা আসন থেকে আরও একজন প্রার্থী বলবীর সিং-এর নাম ঘোষণা করেছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের প্রবীণ নেতা ভূপিন্দর সিং হুডা, সাম্পলা-কিলোলি আসন থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে কর্নালের প্রাক্তন মেয়র এবং সাধৌরা আসন থেকে বর্তমান বিধায়ক রেনু বালাকে আবার একই আসনে লড়ার জন্য দলীয় টিকিট দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই ভিনেশের কংগ্রেসে (Congress) যোগদান নিয়ে জল্পনা চলছিল। সেটাই শেষমেশ সত্যি হল।

কংগ্রেসে যোগ দেওয়ার পর পরই ভিনেশ বলেন, 'আমারা আপনাদের প্রত্যাশা পূরণ করব। কংগ্রেসকে ধন্যবাদ জানাই। খারাপ সময়ে বোঝা যায়, কে আপনার পাশে থাকে। আমি গর্বিত যে আমি এমন একটি দলের সদস্য যারা নারীদের দুর্দশা বোঝে। আমরা অসহায় বোধ করা প্রতিটি মহিলার পাশে দাঁড়াই। আমরা যখন প্রতিবাদ করছিলাম, বিজেপি ছাড়া সব দলই আমাদের সমর্থন করে ছিল। আজ থেকে নতুন ইনিংস শুরু করছি।' 

এর আগে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ভিনেশ ফোগটকে নিয়ে বলেন, 'ভিনেশ কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন যে কংগ্রেস তাঁর খ্যাতিকে ব্যবহার করতে চায়। ভিনেশ ফোগট কি দলিতদের উপর অত্যাচার করতে চান? তাই এটা শুধু সময়ের অপেক্ষা, সময় হলেই সবাই সবটা বুঝতে পারবে।'  

Advertisement

হরিয়ানায় ৫ অক্টোবর একক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৮ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement