Advertisement

WB CM Mamata Banerjee on Hindu and Hindutva : 'যাঁর মন বড়, সে-ই হিন্দু,' গোয়ায় দাঁড়িয়ে BJP-কে তোপ মমতার

WB CM Mamata Banerjee on Hindu and Hindutva: তিনি (WB CM Mamata Banerjee) বলেন, খেলা হবে বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক ভাবে, বিজেপির বিরুদ্ধে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Aajtak Bangla
  • পানাজি,
  • 13 Dec 2021,
  • अपडेटेड 6:49 PM IST
  • যাঁর মন বড়, সে-ই হিন্দু
  • সোমবার বিজেপিকে বিঁধে গোয়ায় এই কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তিনি বলেন, মন্দির ভাল থাক, মসজিদ ভাল থাক, গির্জা ভাল থাক, গুরুদ্বার ভাল থাক।

WB CM Mamata Banerjee on Hindu and Hindutva: যাঁর মন বড়, সে-ই হিন্দু। সোমবার বিজেপিকে বিঁধে গোয়ায় এই কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তিনি বলেন, মন্দির ভাল থাক। মসজিদ ভাল থাক। গির্জা ভাল থাক। গুরুদ্বার ভাল থাক। 

ফের খেলা হবে
তিনি বলেন, খেলা হবে বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক ভাবে, বিজেপির বিরুদ্ধে। সবাই চান, বিজেপি যাক। শুধু গোয়া থেকে, উত্তরপ্রদেশ হোক বা দেশ থেকে। সবাই পারফর্ম্যান্স দেখেছে। জিরো টলারেন্স। খালি সিবিআই, ইডি। জোর করে তারা। দেশকে শেষ করতে চায়। তারা দেশের ইতিহাস বদলে দিয়েছে। 

আরও পড়ুন: রেললাইনে দু'পা হারিয়ে এখন হুইলচেয়ারে ঘুরছে সারমেয় 'হলু', ছবি VIRAL! 

বিজেপিকে কড়া আক্রমণ
তিনি বলেন, আমাদের সরকার আসার পর বড়দিন বড়সড় করে পালন করি। আমি তার উদ্বোধন করতে যাব ২০ তারিখ। ২০ বছর ধরে আমরা এটা করে আসছি। আমি রাতে বিশেষ প্রার্থনা করতে যাই। কখনই বাদ যায়নি। ২৫ ডিসেম্বরের ছুটি বাতিল করে দিয়েছে। কেন?

আরও পড়ুন: টানা ১৪ ঘণ্টা ঘুম লোকো পাইলটের, চুঁচুড়ায় পুলিশ এসে ভাঙল তালা 

তিনি বলেন, বিজেপির একটাই ন্যারেটিভ। আমরা যেন আকাশ থেকে পড়েছি। ওঁরা হিন্দু! যাঁর মন বড়, সে-ই হিন্দু। যাঁর মানবতা রয়েছে। যাঁর মানবিকতা রয়েছে, সে হিন্দু। আমি তো হিন্দু ঘরে জন্মেছি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement