রাজ্যসভায় জগদীপ ধনখড়ের সঙ্গে প্রশ্ন-পাল্টা প্রশ্নে জড়িয়ে পড়লেন বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। NEET পেপার ফাঁস ইস্যুতে এদিন সুর চড়ান কংগ্রেস সভাপতি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে চুপ থাকা নিয়ে খোঁচা দেন।
NEET পেপার ফাঁস এবং কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে সংসদে এদিন প্রতিবাদের ঝড় তোলে ইন্ডিয়া ব্লক। সোমবার লোকসভায় শাসক দলের তরফে আলোচনা শুরু করেন অনুরাগ ঠাকুর। একই সঙ্গে ডিবেট শুরু করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
তিনি বলেন, 'গত সাত বছরে 70 টিরও বেশি NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।' এরপরেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর দিকে অভিযোগের আঙুল তুলে দাবি করেন, এরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক এবং এনসিইআরটি-র মতো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত পদে অনুপ্রবেশ করেছে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দ্রুত পাল্টা জবাব দিয়ে বলেন, 'RSS-এর অংশ হওয়াটা অপরাধ?' তিনি আরও জোর দিয়ে বলেন, আরএসএস জাতির উন্নয়নে নিবেদিত। দেশের অগ্রগতিতে তাঁদের অবদানের জন্য RSS সদস্যদের প্রশংসা করেন জগদীপ ধনখড়।
রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে মল্লিকার্জুন খড়গে সরকারকে নিশানা করে বলেন, 'আমরা যখন কৃষকদের কথা বলি, মোদীজি মহিষ কেড়ে নেওয়ার কথা বলেন। আমরা যখন বিজেপির বিভাজনের রাজনীতির কথা বলি, মোদীজি আওরঙ্গজেবের কথা বলতে শুরু করেন, যখন আমরা কাগজ ফাঁসের কথা বলি, তখন মোদীজি মঙ্গলসূত্রের কথা বলতে শুরু করেন। আমরা যখন কর্মসংস্থানের কথা বলি, মোদীজি মন কি বাত বলতে শুরু করেন। জনসাধারণ ইতিহাস সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম। মিথ্যা বলা, মানুষকে বিভক্ত করা, এসব এই প্রথম ঘটছে। এর আগে কোনও প্রধানমন্ত্রী এই কাজ করেননি।'
'আয়না একই থাকে, প্রতিচ্ছবি বদলায়...'
মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমি স্যারকে জিজ্ঞেস করতে চাই, মণিপুর পুড়ছে, আপনি একদিন গিয়ে ঘুরে আসুন। আপনি ১৪টি দেশে গিয়েছেন। মণিপুরে যাননি কেন?'
খাড়গে আরও বলেন, '২০২৪ সালের নির্বাচন একটি অহং-চূর্ণকারী নির্বাচন ছিল। আগের সরকারের ১৭ জন মন্ত্রী হেরেছেন... আজ আর ৪০০ পারের স্লোগান তুলতে হবে না। আর ২০০ আছে, তাও অনেক কষ্টে এসেছে।'
খাড়গে বলেন, 'যে নির্বাচন অহংকার ভেঙে দিয়েছে। যে ব্যক্তি কৃষকদের পদদলিত করেছিল, সে পরাজিত হয়েছে।' এর পরে, রাজ্যসভার চেয়ারম্যান বলেন, 'খাড়গেজি, আপনি যে অভিযোগ ও বক্তব্য রাখচ্ছেন, আগে সেগুলো সংসদে যাচাই করান। তার পরেই এ ধরনের বক্তব্যের অনুমতি দেওয়া হয়।'
মূর্তিকে অপমান করবেন না
সংসদ কমপ্লেক্সে মূর্তিগুলি স্থানান্তরের প্রসঙ্গে খাড়গে বলেন, 'মূর্তিগুলি যে ছিল তাদের অপমান করবেন না। অপমান করলে ৫০ কোটি এসসি-এসটি, দলিত-বঞ্চিত ও সংখ্যালঘুদের অপমান করা হবে। মূর্তিগুলির জন্য একটি কমিটি রয়েছে যাতে বিরোধী নেতারাও রয়েছেন। বৈঠকের পর সিদ্ধান্ত হয়। কোনো মিটিং বা কিছু ছিল না। সব কাজ শেষ।'