Advertisement

Monsoon Update: অবশেষে সুখবর, বর্ষা ঢুকছে কবে? জানিয়ে দিল IMD

বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার নেই। এই পরিস্থিতিতে বর্ষাই একমাত্র স্বস্তি দিতে পারে। ক্যালেন্ডারে জুন মাস মানেই বর্ষার ঢোকার সময়। কিন্তু জুন মাসেও এখনও বর্ষা ঢুকল না দেশে। বর্ষা দেশের মধ্যে প্রথম ঢোকে কেরলে। দেশে এ বার বর্ষা ঢুকতে সামান্য দেরি হবে। এমন পূর্বাভাসই দিয়েছে মৌসম ভবন।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 05 Jun 2023,
  • अपडेटेड 2:52 PM IST
  • বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার নেই।
  • এই পরিস্থিতিতে বর্ষাই একমাত্র স্বস্তি দিতে পারে।
  • ক্যালেন্ডারে জুন মাস মানেই বর্ষার ঢোকার সময়।

বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার নেই। এই পরিস্থিতিতে বর্ষাই একমাত্র স্বস্তি দিতে পারে। ক্যালেন্ডারে জুন মাস মানেই বর্ষার ঢোকার সময়। কিন্তু জুন মাসেও এখনও বর্ষা ঢুকল না দেশে। বর্ষা দেশের মধ্যে প্রথম ঢোকে কেরলে। দেশে এ বার বর্ষা ঢুকতে সামান্য দেরি হবে। এমন পূর্বাভাসই দিয়েছে মৌসম ভবন।

দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। দেশের মধ্যে কেরলেই প্রথম বর্ষা ঢোকে। মৌসম ভবন জানিয়েছে, ৭ জুন বর্ষার প্রবেশ ঘটতে পারে কেরলে। গত ৫ বছরে এক বারই মাত্র সময় মেনে বর্ষা ঢুকেছে দেশে। ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসেছিল। ওই ২ বছরে বর্ষা ঢুকেছিল ২৯ মে। ২০১৯ এবং ২০২১ সালে নির্দিষ্ট সময়ের কয়েক দিন পর বর্ষা ঢুকেছিল দেশে। ২০১৯ সালে বর্ষা ঢুকেছিল ৮ জুন। ২০২০ সালে ১ জুন বর্ষা ঢুকেছিল দেশে। ২০২১ সালে ৩ জুন দেশে পা রেখেছিল বর্ষা।

পশ্চিমবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। এ বছর যেহেতু কেরলে দেরিতে বর্ষা ঢুকছে, তাই বাংলার ক্ষেত্রেও দেরি হবে কি না, এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা দেরি করে এলেই যে বাংলাতেও বিলম্ব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কেরলে বর্ষা প্রবেশের পরই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মৌসম ভবন জানিয়েছে, "দক্ষিণ আরব সাগরের উপর পশ্চিমী বাতাস বৃদ্ধির সঙ্গে পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে। এছাড়াও পশ্চিমা বাতাসের গভীরতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং গতকাল ৪ জুন এটি একটি বিন্দুতে পৌঁছেছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার ওপরে।"

“দক্ষিণ-পূর্ব আরব সাগরে মেঘের ভরও বাড়ছে। কেরালায় বর্ষা শুরুর জন্য এই অনুকূল পরিস্থিতি আগামী ৩-৪ দিনের মধ্যে আরও উন্নত হবে।" 
 

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement