Advertisement

আল কায়েদা জঙ্গি সন্দেহে গুজরাত থেকে গ্রেফতার বাংলার ৩, উদ্ধার অস্ত্র

গুজরতের রাজকোটে গ্রেফতার পশ্চিমবঙ্গের ৩ জন। তাদের আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার করে ATS। ধৃতদের কাছ থেকে আল কায়েদার লিফলেট এবং অন্য সামগ্রীও উদ্ধার করেছে। তিন সন্দেহভাজনের নাম হল আমান মালিক, শুকুর আলি এবং সাইফ নওয়াজ। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে দাবি ATS-এর।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • গুজরাত ,
  • 01 Aug 2023,
  • अपडेटेड 10:10 PM IST
  • গুজরতের রাজকোটে গ্রেফতার পশ্চিমবঙ্গের ৩ জন
  • তাদের আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার করে ATS

গুজরতের রাজকোটে গ্রেফতার পশ্চিমবঙ্গের ৩ জন। তাদের আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার করে ATS। ধৃতদের কাছ থেকে আল কায়েদার লিফলেট এবং অন্য সামগ্রীও উদ্ধার করেছে। তিন সন্দেহভাজনের নাম হল আমান মালিক, শুকুর আলি এবং সাইফ নওয়াজ। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে দাবি ATS-এর। 

ATS-এর তরফে জানানো হয়েছে, ৩ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আল-কায়েদার যোগাযোগ ছিল। এক বছর ধরে রাজকোটের সোনি বাজারে সোনা ও রূপার কারিগর হিসেবে কাজ করছিল ধৃতরা। তদন্তকারীরা ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও ১০টি কার্তুজ উদ্ধার করেছে। 

ATS-এর তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে সন্দেহভাজনদের তালিকায় ছিল এই ৩ জন। তাদের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। তাদের আল কায়েদার সঙ্গে যোগ রয়েছে,  প্রাথমিকভাবে এই প্রমাণ হাতে আসার পর ৩ জনকে গ্রেফতার করা হয়। তবে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের পরবর্তী পদক্ষেপ কী ছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। 

এই বিষয়ে এটিএস এসপি ওম প্রকাশ জাট সংবাদমাধ্যমকে জানান, এটিএস ডিওয়াইএসপি হর্ষ উপাধ্যায় খবর পেয়েছিলেন পশ্চিমবঙ্গের তিনজন  রাজকোটের সোনিতে রয়েছে। তারা দেশবিরোধী কার্যকলাপে জড়িত বলে খবর মেলে। তাই এটিএস এই বিষয়ে দুটি দল গঠন করে এবং এই তিন জনের উপর নজরদারি চালানো হয়। সোমবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। 

ওই তদন্তকারী আরও জানান, আমান মালিক নামে একজন অভিযুক্ত গত এক বছর ধরে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার বিদেশি হ্যান্ডেল আবু তালহা ওরফে ফুরসানের সঙ্গে যোগাযোগ রাখছিল। আর আমান মালিক ফুরসানের কারণে আল-কায়েদায় যোগ দেয়। অভিযুক্তরা মোবাইল থেকে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসির ১২১ ধারা এবং অস্ত্র আইনের ২৫ (১B) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement