Advertisement

Mamata Banerjee On Kalyan Banerjee : 'রাহুল গান্ধী ছবি না তুললে তো জানতেও পারতেন না', ধনখড়কে 'অপমান' ইস্যুতে বললেন মমতা

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না। কাউকে অসম্মান করি না।'

rahul gandhi mamata banerjee
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 12:33 PM IST
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • কী বললেন তিনি ?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করবেন না। যা বলার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন বলবেন। 

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নকল করার ঘটনায় দু:খপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদ চত্বরে ধনখড়কে নকল করে দেখান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় দু:খপ্রকাশ করেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই নিয়ে তৃণমূবল সুপ্রিমো কী বলেন তা জানার জন্য মুখিয়ে ছিলেন সবাই। তারই উত্তর দিলেন মমতা। 

সাংবাদিকরা ধনকড় ইস্যুতে যখন একের পর এক প্রশ্ন করেন তখন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এই নিয়ে কোনও মন্তব্য করব না। কাউকে অসম্মান করি না। তবে রাহুল গান্ধী যদি ছবি না তুলতেন তাহলে তো আপনারা জানতেও পারতেন না।' 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তাঁকে জগদীপ ধনখড় ইস্যুতে প্রশ্ন করা হলে বলেন, 'আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। কারণ, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি আজ শুধু বাংলা নিয়ে কথা বলব। আজ এসেছি শুধুমাত্র বাংলা নিয়ে কথা বলতে। আমি আমার পার্লামেন্টারি পার্টি নিয়ে কোনও মন্তব্য করব না। এই নিয়ে যা বলার ডেরেক ও ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন। তাঁরা এই বিষয়ে কথা বলার জন্য যথেষ্ট।  

 ফের মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি এই নিয়ে কোনও মন্তব্যই করব না। যা বলার সাংসদরা বলবেন। এটা তাঁদের বিষয়। আর আপনারা বারবার বলছেন এক কথা। তবে আমি কাউকে অসম্মান করি না। রাহুল গান্ধী ছবি না তুললে তো বিষয়টা কেউ জানতেই পারত না।' 

Advertisement

প্রসঙ্গত, ধনকড়কে 'উপহাস' বিতর্ক মাথা চাড়া দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় যে সাংসদদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, সেই দলে ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই দলে থাকার কথা ছিল শ্রীরামপুরের সাংসদের। তবে বিতর্ক মাথা চাড়া দিতেএই তাঁকে সঙ্গে রাখা হয়নি। 

মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নিয়ে আরও বলেন, তাঁর কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, '১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই টাকা দেওয়া উচিত। দ্রুত এই টাকা দেওয়া হোক। আবাস যোজনায় টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য মিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কিছু ভুল হয় যে টাকা বন্ধ করে দেবে, কিন্তু ১৫৫ দল ইতিমধ্যেই বাংলায় গিয়েছেন। যা যা ব্যাখ্যা চেয়েছেন আমাদের অফিসারেরা সব দিয়েছেন। তবুও এখনও কিছু পেলাম না।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement