আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে সকালের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রেই এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাবাভিকের তুলনায় ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি।
ঘন কুয়াশার হলুদ সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি। কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে। বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েক দিন এরকমই থাকবে তাপমাত্রা। বুধবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।
উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও ঘনকুয়াশার দাপট থাকবে। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট।
কয়েকদিন ধরেই ঝলমলে রোদের দেখা সেভাবে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে পরিস্থিতির বদল হবে বলে মনে করা হচ্ছে। এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্তীসগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।