Advertisement

সোশ্যাল মিডিয়ায় 'ব্ল্যাক ফ্রাইডে', ৩০ মিনিট বন্ধ Whatsapp-Instagram পরিষেবা

রাত্রি ১১টা ৫ মিনিটে হঠাৎই বন্ধ হয়ে যায় পরিষেবা। বন্ধ হয়ে যায় ম্যাসেজ আদানপ্রদান। যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হন ইউজাররা। ঘটনার কথা জানিয়ে ট্যুইটারে লেখালিখিও শুরু হয়ে যায়। যদিও প্রায় আধঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। স্বস্তি ফেরে ইউজারদের মধ্যে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2021,
  • अपडेटेड 8:02 AM IST
  • হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম
  • ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে একই সমস্যা
  • ৩০ মিনিট পর স্বাভাবিক পরিষেবা

সোশ্যাল মিডিয়ায় 'ব্ল্যাক ফ্রাইডে'। হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। যার যেরে পরিষেবা পাচ্ছিলেন না ইউজাররা। প্রায় আধঘণ্টা বন্ধ থাকল সোশ্যাল মিডিয়া। হঠাৎ করেই ডাউন হয়ে যায় ফেসবুক (Facebook) হোয়াটস অ্যাপ (Whatsapp) ও ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলি(Instagram)।

রাত্রি ১১টা ৫ মিনিটে হঠাৎই বন্ধ হয়ে যায় পরিষেবা। বন্ধ হয়ে যায় ম্যাসেজ আদানপ্রদান। যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হন ইউজাররা। ঘটনার কথা জানিয়ে ট্যুইটারে লেখালিখিও শুরু হয়ে যায়। যদিও প্রায় আধঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। স্বস্তি ফেরে ইউজারদের মধ্যে। 

যে সময় এই ঘটনা ঘটে তখন, ফেসবুক ম্যাসেঞ্জারেও তথ্য আদান প্রদান করা যাচ্ছিল না। করা যাচ্ছিল না পেজ রিফ্রেশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের তরফে সরকারি ভাবে কিছু জানোন হয়নি। 

এটা শুধু ভারতে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় এই সমস্যা। তবে ফেসবুক অ্যাপের কিছু পরিষেবা অবশ্য চালু ছিল। কিন্তু হোয়াটলঅ্যাপ ও ইনস্টাগ্রাম বেশিরভাগ ব্যবহারকরীদের জন্য বন্ধ হয়ে যায়। 


প্রসঙ্গত এর আগেও বেশকয়েকবার ডাউন হয়েছে ফেসবুক। এমনকি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও ডাউন হয়েছে। পরে সংস্থার তরফে বিবৃতি জারি করা হলেও আসল সমস্যা কী হছিল তা অবশ্য বলা হয়নি। হোয়াটসঅ্যাপ সহ এই ধরনের পরিষেবা বন্ধ হয়ে গেলে সাইবার ক্রাইমের ঝুঁকি বেড়ে যায়। কখনও কখনও সার্ভার অ্যাটাকের কারণেও বন্ধ ডাউন হয়ে যায় পরিষেবা। সেক্ষেত্রে এবার কী কারণ তা এখনও স্পষ্ট নয়। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement