Advertisement

Kangana Ranaut: কঙ্গনাকে কেন চড় মারলেন ওই মহিলা জওয়ান? উঠে আসছে ৪ বছর আগের সেই ট্যুইট

সদ্য লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে সংসদের পথে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর মধ্যেই বৃহস্পতিবার সপাটে চড় খেলেন কঙ্গনা। যে ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা দেশে। চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনাকে আচমকা চড় কষান এক সিআইএসএফ মহিলা জওয়ান। কিন্তু কেন? 

কঙ্গনা রানাওয়াত (বাঁ দিক)। অভিযুক্ত সিআইএসএফ জওয়ান (ডান দিকে)।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2024,
  • अपडेटेड 10:03 AM IST
  • প্রথমবার জয়ী হয়ে সংসদের পথে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
  • বৃহস্পতিবার সপাটে চড় খেলেন কঙ্গনা।
  • যে ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা দেশে।

সদ্য লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে সংসদের পথে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর মধ্যেই বৃহস্পতিবার সপাটে চড় খেলেন কঙ্গনা। যে ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা দেশে। চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনাকে আচমকা চড় কষান এক সিআইএসএফ মহিলা জওয়ান। কিন্তু কেন? 

হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন কঙ্গনা। বৃহস্পতিবার চণ্ডীগড় হয়ে দিল্লি ফিরছিলন তিনি। চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in)। ভিডিয়োতে দেখা গিয়েছে, চড় মারায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে বলছেন, 'দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল।'

কী ঘটেছিল ৪ বছর আগে?

৪ বছর আগে বর্তমান এক্স হ্যান্ডলে (আগে টুইটার নাম ছিল) কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছিলন, তিনি বিলকিস বানো, শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাঁকে। কঙ্গনার এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি। 

অন্য দিকে, অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের নাম কুলবিন্দর কউর।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বিমানবন্দরেই কর্মরত ওই জওয়ানের স্বামী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার নিন্দা প্রকাশ করেছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement