সাত সকালে জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা। অমৃতসর থেকে কাটরাগামী যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ল। আর তাতেই এই বড়সড় দুর্ঘটনা ঘটল। বাসে তখন প্রায় 75 জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত প্রায় 10 জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় 20 জনের মতো। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। জম্মুর ডিসট্রিক্ট কালেক্টর অফিস থেকে জানানো হয়েছে, বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে। বহু মানুষের খাদে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত সবাই। বাসটি অমৃতসর থেকে কাটরাগামী বাসটি বৈষ্ণোদেবীর পূণ্যার্থীদের নিয়ে কাটরার দিকে যাচ্ছিল। কাটরাতেই বৈষ্ণোদেবীর বেস ক্যাম্প তৈরি করা হয়েছিল। তাই মনে করা হচ্ছে, যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা অধিকাংশই বৈষ্ণোদেবীর যাত্রী ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন ডাক্তারদের একটি দল। দুর্ঘটনাটি যেখানে ঘটেছে, সেখান থেকে কাটরার রিয়াসি জেলার গন্তব্য ছিল আরও প্রায় 15 কিলোমিটার। কিন্তু সেখানে যাওয়ার আগে খাদে ছিটকে পড়ল বাস। 10 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। দ্রুত গতিতে চলে উদ্ধারকাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবহাওয়া খারাপ থাকার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাই বাসটি খাদে পড়ে যায়।