নিজের প্রাপ্য পেনশন তুলতে প্রচণ্ড গরমে খালি পায়ে বেশ কয়েক কিলোমিটার উজিয়ে যেতে হয় এই বৃদ্ধাকে। লাঠি কেনার টাকা নেই। অশক্ত শরীরে তাই একটি প্লাসটিকের ভাঙা চেয়ারই ভরসা ওই বৃদ্ধার। প্রতি মাসে এভাবেই ভাঙা চেয়ার ঠেলে ওই বৃদ্ধা এগিয়ে যান। চোখে জল এনে দেওয়া এই ঘটনাটি ওড়িশার নবরংপুরের। ওই বৃদ্ধার পেনশন অ্যাকাউন্ট রয়েছে ওড়িশার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঝারিগাঁও শাখায়। তাঁর নাম শ্রীমতি সূর্য হরিজন। এভাবেই চলছিল। কিন্তু এখন গোদের উপর বিষফোঁড়া। বয়সজনিত কারণে ওই বৃদ্ধার হাতের আঙুলগুলি ভেঙে যাচ্ছে। ঠিকমতো কাজ করছে না। ফলে আঙুলের ছাপ দিয়ে যে নিজের একমাত্র সম্বল পেনশনের 3 হাজার টাকা তুলবেন সেটাও হচ্ছে না। বিষয়টির গুরুত্ব বুঝে ওই ব্রাঞ্চের ম্যানেজার বিকল্প কিছু ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাসও দিয়েছিলেন। জানা গিয়েছে ওই বৃদ্ধার ছেলে একজন পরিযায়ী শ্রমিক।