করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরও তৎপর হল রেল। রেলযাত্রীদের সুরক্ষায় এবার রেলের সিগন্যালিং ব্যবস্থার মূলকেন্দ্র রিলে রুমে বসতে চলেছে ডিজিটাল লক।পূর্ব রেলের হাওড়া ডিভিশনের আওতায় থাকা ডানকুনি রিলে রুমে এই ডিজিটাল লক চালু হতে চলেছে। ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিদেবীর উদ্যোগেই এই নতুন সুরক্ষা ব্যবস্থা লাগু হতে চলেছে বলে রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপাতত পাইলট প্রোজেক্ট হিসাবে চালু হতে চলেছে এই নতুন ব্যবস্থা। পাসওয়ার্ড ও ওটিপি নির্ভর হতে চলেছে এই ডিজিটাল লক সিস্টেম। উল্লেখ্য স্টেশনের এই রিলে রুম থেকেই নিয়ন্ত্রিত হয় ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা। এতদিন এই রিলে রুমে ঢুকতে গেলে রেলের সিগন্যালকর্মীর প্যাড-লক পদ্ধতি ব্যবহার করা হত। বর্তমানে সেই প্যাড-লক পদ্ধতি ডিজিটাল লক পদ্ধতিতে পরিবর্তিত হতে চলেছে। ফায়ার অ্যালার্ম বাজলেই আপনাআপনি খুলবে ডানকুনি স্টেশনের এই ডিজিটাল লক। রিলে রুমের দরজা খোলার পর কর্তব্যরত রেলকর্মী আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে নিজের আইডি, পাসওয়ার্ড, ওটিপি দিয়ে ওই রিলে রুমে ঢুকতে পারবেন রেলকর্মীরা।