'এক দেশ এক নির্বাচন'-এর পক্ষে জোর সওয়াল করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 'অ্যাজেন্ডা আজ তক ২০২৪'-এর মঞ্চে তিনি মনে করিয়ে দিলেন,'এ দেশে ১৯৫২ সাল থেকে ১৯৬৭ পর্যন্ত লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গেই হয়েছিল। পরে বদলে যায়। প্রায় ১৫ বছর ধরে তা চালু ছিল'। তাঁর মতে,'দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে হওয়া উচিত। এর ফলে সাধারণ মানুষ সুশাসন পাবেন। বিভিন্ন পর্যায়ের ভোটের জন্য সময় নষ্ট হবে না'।