রাজ্যসভায় সংবিধান নিয়ে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় বুধবার। শাহের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হয়। এদিন অমিত শাহ সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি সংবিধান রক্ষা এবং সংরক্ষণের বিষয়ে তাঁর দলের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, কংগ্রেস তাদের ক্ষমতায় থাকাকালীন সংবিধান প্রণেতা ড. বি. আর. আম্বেদকরের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে। ১৯৯০ সালের আগে কংগ্রেস আম্বেডকরকে ভারতরত্ন প্রদান করেনি এবং তাঁর জন্মবার্ষিকী উদ্যাপন করেনি। অমিত শাহর অভিযোগ, কংগ্রেস শুধু আম্বেদকর নয়, সংরক্ষণ ব্যবস্থারও বিরোধিতা করেছে। তাঁকে কংগ্রেস ভারতরত্ন দেয়নি।