অ্যাপল আইফোন হ্যাকিংয়ে বিরোধীদের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিন বৈষ্ণব অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে 'রাষ্ট্রের মদতে হ্যাকিং' হয়ে থাকতে বলে অ্যাডভাইজারি দেয় অ্যাপল। মন্ত্রী আরও বলেন, "কেউ কেউ অ্যাপলের সতর্কতা বার্তার অভিযোগ করেছেন। আমরা বিষয়টির গভীরে যাব। বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু সমালোচক আছেন যারা সব সময় মিথ্যে অভিযোগ করেন। তারা দেশের উন্নতি চায় না। অ্যাপল ১৫০টি দেশে নোটিফিকেশন জারি করেছে। অনুমানের ভিত্তিতে অ্যাপল বার্তা পাঠিয়েছে। অ্যাপল স্পষ্ট বার্তা দিয়েছে।"