অতিরিক্ত বৃষ্টিতে জলের তলায় অসমের প্রচুর গ্রাম। যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। চাষের জমি ডুবে আছে বিঘের পর বিঘে। মাথা উঁচু করে আছে শুধু বাড়ির ছাদ। ঘরের মধ্যে কোথাও কোথাও একমানুষ সমান জল। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরে সামান্য জিনিস নিয়ে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদ উপচে পড়ায় গোলাঘাট জেলার কিছু অংশ জলে তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র নদের জল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ার পরে সোমবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।