গণেশের প্রিয় ভোগ। এই মিষ্টিতে তুষ্ট হন গণেশ। তা ভক্তের ভগবান বলে কথা! যার নির্যাস, গণেশজির আশীর্বাদ পেতে ৫১ কেজির আস্ত মোদক বানিয়ে ভোগ দেওয়া হল ঠাকুরকে। গয়ার এই বিশালাকার মোদক এখন ভাইরাল।