বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের নিশানা করে রাজস্থান, বিহার ও পশ্চিমবঙ্গের নারী নির্যাতনের ঘটনার কথা তুলে ধরলেন অনুরাগ ঠাকুর। পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে এ দিন তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তিনি বলেন,'বাংলা পিছিয়ে নেই। ব্যালটের চেয়ে বেশি বোমা পড়েছে সে রাজ্যে। খুন হয়েছেন বহু মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হৃদয়ে কি মমতা আছে? হাওড়ার পাঁচলায় মহিলাকে নির্যাতন করা হয়েছে। দুই মহিলাকে মারধর করে অর্ধনগ্ন করা হয়েছে মালদায়। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় তদন্ত? মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বাড়ছে।'বাংলার হিংসা নিয়ে কেন বিরোধী জোটের নেতানেত্রীরা মুখ খুলছেন না সেই প্রশ্ন তুলেছেন অনুরাগ।