রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বলতে গিয়ে কেঁদে ফেললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল হওয়ার পরই উত্তাল হয়ে ওঠে দেশ। এই ঘটনায় বিরোধীরা আক্রমণ করতে থাকে নরেন্দ্র মোদী সরকারকে। সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন মণিপুরের ঘটনা খুবই সংবেদনশীল। এরপর তিনি পশ্চিমবঙ্গের সন্ত্রাসের কথা বলেন। অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটের সময় হাওড়ায় একজন প্রার্থীকে বুথের ভিতর হেনস্থা করা হয়েছে। এরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন।