লেংপুই বিমানবন্দরে বার্মিজ সেনাবাহিনীর একটি বিমান মিজোরামে ভেঙে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন। পাইলচের সঙ্গে ওই বিমান ১৪ জন ছিলেন বলে জানা গেছে। আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানালেন মিজোরামের ডিজিপি।