বাবা মেয়ে দুজনেই এখন রয়েছেন তিহাড় জেলে। বাবার শরীর ভালো না, তাই বারবার বাবার খোঁজ নেওয়া বা বাবাকে জামিনে মুক্ত করার কথা মেয়ে সুকন্যাকে অনেকবার বলতে শোনা গেছে। কিন্তু এবার বাবা মেয়ে অন্য একটা কারণে হেডলাইন হলেন। সূত্র বলছে অনুব্রত এবং সুকন্যার এখন মনোমালিন্য পর্ব চলছে। এদিকে সুকন্যার হয়ে আর মামলা লড়তে চাইছেন না আইনজীবী অমিত কুমার। সেই কথা তিনি বলেও দিয়েছেন। সেখানেও নাকি এই মতোবিরোধীই প্রাধান্য পেয়েছে। এখন প্রশ্ন হল যে বাবা মেয়ের সম্পর্ক এতো ভালো, তাঁদের মধ্যে হঠাৎ কেন মনোমালিন্য হল। সূত্র বলছে এই সমস্যা নতুন নয়। কেষ্ট মণ্ডলের আইনজীবী হিসাবে শুরু থেকেই কাজ করছেন মুদিন জৈন এবং সম্পৃক্তা ঘোষাল। আর সুকন্যার আইনজীবী ছিলেন অমিত কুমার। আইনজীবী অমিত কুমার যেভাবে মামলা সাজাচ্ছিলেন,তাতে কোনও অসুবিধা ছিল না সুকন্যার। কিন্তু বাবা অনুব্রত বেঁকে বসেন। অমিত বাবুকে তাঁর ঠিক পছন্দ হয়নি। তিনি মেয়ের আইনজীবীর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। কিন্তু অমিত কুমার সেই দেখা করার বিষয়টাকে পাত্তা দেননি। যেহেতু তিনি সুকন্যা মণ্ডলের আইনজীবী, তাই বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার বিষয়টা তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল না। বাবা মেয়ের এই মন কষাকষির মধ্যে এবার মামলা থেকে সেরে দাঁড়িয়েছেন অমিত বাবু।