সম্প্রতি শিলিগুড়ির কাছে সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা দিয়েছিল মালগাড়ি। এখনও সেই দুর্ঘটনার ক্ষত শুকোয়নি। তারই মধ্যে বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডিব্রুগড় থেকে হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস। মঙ্গলবার সন্ধেবেলায় অসমের ডিব্রুগড়ের ঘটনা। চলন্ত অবস্থায় ডিব্রুগড়ের চাউলখোয়ায় ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে 15960 ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস। ইঞ্জিনটি কিছু দূরে এগিয়েও যায়। জানা গিয়েছে চলন্ত অবস্থায় ইঞ্জিনের কাপলিং ভেঙে গিয়ে বিপত্তি ঘটে। সেই পথ দিয়ে রাজধানী এক্সপ্রেসেরও যাওয়ার কথা ছিল। পড়ে চালকের নজরে এলে ব্যবস্থা নেওয়া হয় এবং বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা। ঘটনাটি জানার পরেই সেখানে ছুটে যান রেলকর্তারা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন। কিন্তু এমন ঘটনা ঘটার ফলে বেশ কিছুটা সময় নষ্ট হয়।