ইতিহাসের সাক্ষী থাকতে তৈরি গোটা দেশ। চন্দ্রযানের চাঁদের মাটি ছুঁতে আর মাত্র কিছু ঘণ্টা বাকি। ইতিমধ্য়েই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেকটাই কমিয়ে ফেলেছে চন্দ্রযান। 23 আগস্ট সন্ধ্যেবেলা সেই মহেন্দ্রক্ষণ। সফট ল্যান্ডিং করবে চন্দ্রযান। চাঁদ ও চন্দ্রযানের দূরত্ব এখন মাত্র 25 কিলোমিটারের থেকেও কিছু কম। চাঁদের বাড়িতে চন্দ্রযানের পারি দেওয়া আপনারা সরাসরি দেখতে পাবেন আজতক বাংলায়। ঠিক যেমন পৃথিবী থেকে চন্দ্রযানের উৎক্ষেপণ আপনারা দেখেছিলেন আজতক বাংলায় তেমনই চাঁদের মাটি ছোঁয়ার সেই মহেন্দ্রক্ষণও দেখতে পাবেন আজতক বাংলায়। আপাতত ISRO-র কথা মতোই চলছে চন্দ্রযান। সব ঠিকঠাক থাকলে চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান নামা এখন শুধুই সময়ের অপেক্ষা।