চাঁদের মাটিতে ISRO ও ভারতের জাতীয় প্রতীকের ছাপ রাখবে প্রজ্ঞান। ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান 3। সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত বিজ্ঞানী থেকে আমজনতা। তবে এবার বিরাট কাজ রয়েছে ভারতের চন্দ্রযানের সামনে। নানারকমের কাজ করবে ইসরোর পাঠানো একাধিক যন্ত্র। বুধবার সন্ধে 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে নেমেছে ল্যান্ডার বিক্রম। প্রায় দুঘণ্টা পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রাভিযানের মূল উদ্দেশ্য পূরণ করার মূল দায়িত্ব রয়েছে এই প্রজ্ঞানের উপরেই। চাঁদের দক্ষিণ মেরু এলাকার জলের খোঁজেই মূলত এই অভিযান চালাচ্ছে ভারত। আদৌ ওই দুর্গম এলাকায় জলের সন্ধান মিলবে কিনা, সেই প্রমাণ সংগ্রহের কাজ করবে প্রজ্ঞান।