সুপ্রিম কোর্টে ন্যাশনাল জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড আর্কাইভের (এনজেএমএ) উদ্বোধনী অনুষ্ঠানে যান ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তার সামনে আনা হয় AI আইনজীবীকে। AI আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি "ভারতে মৃত্যুদণ্ড কি সাংবিধানিক?" কি উত্তর দিল AI আইনজীবী?