হুজুর দয়া করে আমাদের দেশকে বাঁচান। বিচারব্যবস্থার উদ্দেশ্যে টুইট করলেন মমতা। বাদল অধিবেশনে একাধিক বিল পাশ করেছে কেন্দ্রের মোদী সরকার। আর ইতিমধ্যেই বেশ কিছু বিল নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর বিতর্কও। এই বিলে ঠিক কি বলা হয়েছে? মোদি সরকাররের সদ্য পেশ করা এই বিলের প্রস্তাব অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি প্যানেল। আর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ করবেন। মানে এবার থেকে দেশের শীর্ষস্থানীয় নির্বাচনী অফিসারদের নিয়োগের প্রক্রিয়ায় ভারতের প্রধান বিচারপতির আর কোনও ভূমিকা থাকবে না। গত 10 অগস্ট বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিল 2023, পেশ করে কেন্দ্র। এই নিয়েই তোলপাড় পরে গিয়েছে। এই বিলের বিরোধিতা করে রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। শনিবার এই নিয়েই টুইট করে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।