\'রাহুল কাউকে ধাক্কা দিতে পারেন না। আমি ওঁর বোন। ভিত্তিহীন এফআইআর করছে ওরা\'। লোকসভায় বিরোধী দলনেতার পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর কথায়,\'আদানিকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে সরকার\'।