সংসদে ঢুকলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সদস্যপদ ফিরে পাওয়ার পরে সংসদ ভবনে পৌঁছে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করেন রাহুল গান্ধী। মোদী পদবি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর সদস্য পদ খারিজ হয়ে যায়। ২০১৯ সালে মোদী পদবি মামলায় রাহুল গান্ধী দোষী সাব্যস্ত করে নিম্ম আদালত। সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ করে দেয়। এই মামলায়, সুপ্রিম কোর্ট শুক্রবার রাহুলকে দোষী সাব্যস্ত করার রায় স্থগিত করে বলেছিল যে বিচারক সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কোনও কারণ দেননি। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখতে হবে।