ফেনজলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। নাজেহাল অবস্থা মানুষের। ঘর-বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। লাগাতার বৃষ্টিতে বিভিন্ন হ্রদের জল উপচে ভাসছে একাধিক গ্রাম। তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার উথাঙ্গারাই বাস স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ। জলের তোড়ে ভাসছে বাস স্ট্যান্ডে থাকা একাধিক বাস ও গাড়ি।