তাঁর নাম শুনলেই ভয়ে কেঁপে উঠতেন সাধারণ মানুষ। পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন তিনি। তাঁর সন্ত্রাসের কার্যক্রম সম্পর্কে জানতে তাঁর টিকি পেতে কার্যত হন্যে হয়ে ঘুরত পুলিশ ও দেশ বিদেশের দুঁদে গোয়েন্দারা। ঠিকই ধরেছেন। আমরা বলছি কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কথা। ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল ব্লাস্টের মাস্টারমাইন্ড এই দাউদ ইব্রাহিমের ভারতের চারটি সম্পত্তি নিলাম করে ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’।