ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে যমুনার জলস্তর। বানভাসী দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে রাজঘাট-সহ বিস্তীর্ণ এলাকা। এবার জল ঢুকে যাওয়ায় বন্ধ করে দেওয়া হল দিল্লির সবথেকে বড় শ্মশান নিগমবোধ ঘাট। যমুনার তীরে রিং রোডে রয়েছে এই শ্মশান। প্লাবনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে এই শ্মশান। ফলে প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে অসুবিধায় পড়ছেন দিল্লির মানুষ। এদিকে উত্তর-পূর্ব দিল্লিতে জমা জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে তিন কিশোরের। তাদের সকলেরই বয়স 12 থেকে 15 বছরের মধ্যে। উত্তর পূর্ব দিল্লির মুকুন্দপুর এলাকায় শুক্রবার, 14 জুলাই দুপুর 3 টে নাগাদ এই ঘটনা ঘটে। শুক্রবার দিল্লির মেয়র শেলি ওবেরয় জানিয়েছেন, প্লাবনের কারণে নিগমবোধ ঘাট, গীতা কলোনি, ওয়াজ়িরাবাদ, সরাই কালে শ্মশান বন্ধ করা হয়েছে।