বিয়ের পর ইন্দোনেশিয়ায় হানিমুনে গিয়েছিলেন এক চিকিৎসক দম্পতি । হানিমুনে গিয়ে সমু্দ্রের বুকে ওয়াটার বাইকে চেপে চলছিল ফটোশুট। হঠাতই বিপত্তি। ওয়াটারবাইক উল্টে সমুদ্রে তলিয়ে যান ওই দম্পতি। আর বেঁচে ফিরলেন না কেউই। জলে ডুবে মৃত্যু হয় দুজনেরই। চেন্নাইয়ের বাসিন্দা লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া। দুজনেই পেশায় চিকিৎসক। 1 জুন বিয়ে হয় তাঁদের। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে পাড়ি দিয়েছিলেন দুজনে। পুলিশ জানিয়েছে বালিতে সমুদ্রে ফটোশুটের সময় ওয়াটার বাইক থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনেরই। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সমুদ্রে ওয়াটার বাইকে সওয়ার হয়ে ফটোশুটে মত্ত ছিলেন ওই চিকিৎসক দম্পতি। হঠাতই ওয়াটার বাইকটি হোঁচট খেয়ে লাফিয়ে ওঠে।