বাঙালির সঙ্গে দুর্গা পুজো ওতপ্রোতভাবে জড়িত। তাই বাঙালি যদি ভিন রাজ্যে থাকেন তাহলে সেখানে শুরু করে দুর্গা পুজো। কর্মসূত্রে বাঙালি যেখানেই যাক না মন পড়ে থাকে বাংলায়। আর তাই ভিনরাজ্যেই তারা দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। এরকমই রাজস্থানের জয়পুরের মালভিয়া নগরে শুরু হয়েছে দুর্গাপুজো। শ্রী আদি শক্তি ওয়েলফেয়ার ট্রাস্ট এই পুজোর আয়োজন করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ রান্না সব মিলিয়ে ভিন রাজ্যেই এক টুকরো বাংলা তৈরি হয়ে যায় কয়েকদিনের জন্য।