মুম্বইয়ে জনপ্রিয় গণেশ পুজো। প্রতিবছরই মহাসমারোহে পালিত হয় গণেশ উৎসব। ঘরে ঘরে চলে গণপতির আরাধনা। ১০ দিন ধরে থাকে বাপ্পা। এখন থেকেই মণ্ডপে মণ্ডপে গণেশ মূর্তি নিয়ে যেতে শুরু করেছে। রাজ্য সরকার প্রথমে পরিবেশ-বান্ধব মূর্তি বাধ্যতামূলক করেছিল। পরে চাহিদা অনুযায়ি জোগান দিতে পারবে না বলে, নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এবছর চন্দ্রযান-৩ থিমযুক্ত মূর্তির চাহিদা রয়েছে। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে গণেশ পুজো, বিসর্জন হবে ২৮ সেপ্টেম্বর।