ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আমরা বলি বটে। কিন্তু আদৌ কি সেটা মানি? হয়তো না। তাই বোধহয় এতো ভেদাভেদ। কেন বলছি, সেটা মুম্বইয়ের এই ঘটনাটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন। ইদে দুটো ছাগল নিয়ে লিফ্টে করে ফ্ল্যাটে এক ব্যক্তি ঢুকছিলেন। সেই সময় তার প্রতিবাদ করা হল। কীভাবে জানেন? তারস্বরে হনুমান চালিশা পড়ে। প্রতিবাদের এ কেমন ভাষা বলুন তো। বকরি ইদ উপলক্ষে দুটো ছাগল নিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। প্ল্যান ছিল ছাগল দুটোকে কুরবান করার। কিন্তু ফ্ল্যাটে ছাগল ঢুকতেই তো যত বিপত্তি। ফ্ল্যাটের বাকিরা তখন প্রতিবাদে ব্যস্ত। মহসিন শেখকে দেখে তখন হনুমান চলিশার ধুম। যজদিও মহসিন শেখ বলেন, ওই আবাসনে প্রায় 250 টা মুসলিম পরিবার বাস করে। আবাসনের মধ্যে প্রতি বছরই ছাগল বাঁধা থাকে। কিন্তু সমস্যাটা এই বছর হয়েছে। যদিও আবাসনের কর্তৃপক্ষের দাবি ওখানে কোনও ছাগল রাখা যাবে না। তাই এই ধরনের প্রতিবাদ করা হয়েছে। ঝামেলা থামাতে পুলিশকে সেই আসতেই হয়। পরে মহসিন শেখ পুলিশের কথা মতো ছাগল দুটো বের করে দেন আবাসন থেকে। বিষয়টা সিসিটিভিতে ধরা পড়েছে।