ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসএ আগুন। ট্রেনের 14 নম্বর কোচে আগুন লাগে। ট্রেনটি কুরওয়াই কেথোরা স্টেশনের কাছে থাকার সময় ট্রেনটিতে আগুন লাগে। ব্যাটারি বক্স থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান রেলের। সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেনটি থেকে বের করে নিয়ে আসা হয়। ভোপালের রানী কমলাপতি স্টেশন ছেড়ে দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশনে যাওয়ার কথা ছিল ওই বন্দে ভারত ট্রেনটির। সোমবার সকালে এই দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়ায়। আগুন লাগার পরই দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই জ্বলন্ত বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যায়, জ্বলছে বন্দে ভারত। কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করছেন। বেশ কয়েকজন বন্দে ভারতের যাত্রী কুরওয়াই কেথোরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। উল্লেখ্য, 2023-এর এপ্রিলে মধ্যপ্রদেশের রানী কমলাপতি স্টেশন ও দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশনের মধ্যে চলাচলকারী বন্দে-ভারত এক্সপ্রেসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে 7 ঘণ্টা সময়ে মোট 701 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম এই ট্রেন। শনিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন চলে এই বন্দে ভারত ট্রেনটি।