দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচে আগুন। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার, আটই জুন সন্ধ্যায় ওড়িশার খারিয়া রোড স্টেশনে পৌঁছতেই ট্রেনটির B-3 কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। যদিও আগুন লেগেছিল এসি কোচের পাশে থাকা ব্রেক বাইন্ডিং-এ। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মেলে। রেলের তরফে জানানো হয়েছে ট্রেন চলার সময় ব্রেকে ঘর্ষণের ফলেই সম্ভবত এই বিপত্তি। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানোয় স্বস্তি পেয়েছেন রেলের কর্তারাও। এরপর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর রাত 11 টা নাগাদ ট্রেনটিকে ফের নির্দিষ্ট গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, আগুন লাগার ফলে ট্রেনের এসি কোচের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, ওড়িশার বালাসোরের কাছে চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন্ প্রান্ত থেকে রেল দুর্ঘটনার খবর আসছে। বৃহস্পতিবার দুর্গ-পুরী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্বাভাবিক কারণেই।