দিল্লিতে এই প্রথম হাত প্রতিস্থাপনের অপারেশন হল। বলা যেতে পারে চিকিৎসাস্বাস্ত্রে নতুন দিগন্তের সৃষ্টি হল খোদ ভারতে। দিল্লির একটি হাসপাতালে ব্রেন-ডেথ রোগীর দুই হাত নিয়ে তা সফলভাবে প্রতিস্থাপন করা হয়। তিনি একজন চিত্রশিল্পী। রঙ-তুলিই ছিল জীবন। ছবি এঁকেই রোজগার হত। সেই দুই হাতই বাদ গিয়েছিল ট্রেন দুর্ঘটনায় ভাবতে পারেন। তারপর থেকেই রোজ নতুন করে চ্যালেঞ্জ। রোজগার প্রায় চলে গিয়েছিল। সংসারের টাকা নেই। আর কোনওদিন রঙ-তুলি ধরতে পারবেন না ভেবেই অবসাদে চলে যাচ্ছিলেন মাঝ বয়সি এক ব্যাক্তি। তবে হাল না ছেড়ে নতুন মিরাকলের অপেক্ষায় ছিলেন তিনি। আর জীবনও তাকে দিল নতুন সুযোগ। চিকিৎসকদের দক্ষতায় নতুন দুই হাত ফিরে পেলেন শিল্পী। আবারও ধরলেন রঙ-তুলি।
ডাক্তার জানিয়েছেন, দাতার থেকে নেওয়া হাতের শিরা-ধমনী, হাড়-মজ্জা-মাংস সব নিখুঁতভাবে জোড়া গিয়েছে। এক কথায় সফল অস্ত্রপচার। দাতার থেকে নেওয়া হাত চিত্রশিল্পীর শরীরে মিলমিশও খেয়েছে। নতুন দুই হাত দিয়ে এখন সব কাজই করতে পারবেন শিল্পী। এখন দেখার কবে নতুন করে জীবন ফিরে পান।