কোটার একটি বাড়িতে একটি ওয়াশিং মেশিনের মধ্যে একটি কোবরা পাওয়া গেলে আলোড়ন ওঠে। বাড়িওয়ালা শম্ভুদয়াল জানান, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের ঢাকনা খুললে তিনি দেখতে পান একটি কোবরা যার ফণা ছড়িয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সাপ ধরা দলকে জানান। স্নেক ক্যাচার গোবিন্দ শর্মা ঘটনাস্থলে পৌঁছে ৫ ফুট লম্বা কোবরাটিকে উদ্ধার করে লাডপুরার জঙ্গলে ছেড়ে দেন। শম্ভুদয়াল জানান, তিনি শহরে ড্রাই ক্লিনিংয়ের কাজ করেন, সকালে ওয়াশিং মেশিনে কাপড় দিতে গিয়েছিলেন। ওয়াশিং মেশিনের ঢাকনা খুলতেই তার ভেতরে একটা কালো কোবরা দেখা গেল। স্নেক ক্যাচার গোবিন্দ শর্মা জানিয়েছেন, কোবরাটি 5.5 ফুট লম্বা।