চন্দ্রযান 3-র পর মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের আরেক মাইলফলক স্থাপন করেছে ইসরো। দেশীয় প্রযুক্তিতে তৈরি সৌরযান আদিত্য এল1 সৌর গবেষণায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। ইতিমধ্যে লক্ষ্যে অবিচল আদিত্য নিজের কাজ শুরু করে দিয়েছে। তারই মধ্যে একটি তথ্য সামনে এসেছে। মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ নানা বিষয়েই পরীক্ষা চালাবে আদিত্য। তবে জানেন কি সূর্যের এই তাপমাত্রা পরিমাপে ইসরোকে সহায়তা করছে আইআইটি কানপুর। কিন্তু কী ভাবে? সেই বিষয়েই আলোচনা করবো।