কিন্তু এটাই বাস্তব হতে চলেছে। সূত্রের খবর, পরস্পরের শত্রুদেশ বলে পরিচিত ভারত ও চিন একযোগে রাশিয়ার সহযোগিতায় চাঁদের বুকে পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তুলবে। প্রসঙ্গত, ২০৪০ সালে চাঁদে মানুষ পাঠানোর যে মিশনের কথা ভারত ভাবছে, তার আগে এই খবর যথেষ্টই সম্ভাবনাময়। প্রসঙ্গত, রাশিয়ার মহাকাশ সংস্থা মে মাসে এই বিষয়ে কাজ করার ঘোষণা করে দিয়েছে। চাঁদের বুকে এই প্ল্যান্ট গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু চাঁদের বুকে একটি চন্দ্রাভিযানকে শক্তি দেওয়ার উদ্দেশেই এই প্ল্যান্টটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।a