23 অগস্ট চাঁদের মাটিতে পা রেখে মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্বের দরবারে এক ধাক্কায় বেশ খানিকটা এগিয়ে দিয়েছে চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমকে সফলভাবে নামিয়ে বিশ্বের প্রথম দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত। এরইমধ্যে যখন চাঁদ নিয়ে নানা জল্পনায় মুখর হয়েছেন ভারতবাসী। এই পরিস্থিতিতে আশার আলো দেখাল বেসরকারি বিমান পরিবহণ সংস্থা INDIGO. সম্প্রতি এই বিমান সংস্থা জানিয়েছে চাঁদের মাটিতে বিমানে করে যাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তারা। ভাবছেন তো? এ আবার সম্ভব নাকি? তাহলে শুনুন বাস্তবে নিশ্চয়ই সম্ভব নয়।