চাঁদের মাটি কি আদৌ বসবাসের যোগ্য? চাঁদে কি সত্যিই প্রাণের সন্ধান মিলবে? একসময় কি চাঁদের মাটিতে চলে ফিরে বেড়াত ভিনগ্রহীরা? এরকম হাজারো প্রশ্নের ভিড় মাথায় আসতো সাধারণ মানুষের মনে। দেশ-বিদেশের বিজ্ঞানীরাও নিরন্তর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করে গিয়েছেন। এরপর বুধবার 23 অগস্ট, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রমের অবতরণের পর যেন খুলে গিয়েছে নতুন দিগন্ত। চাঁদের দক্ষিণ মেরুর নানা অংশের বিস্তারিত তথ্য ও ছবি পাঠিয়েছে বিক্রমের ভিতরে থাকা রোভার প্রজ্ঞান।