চন্দ্রযান 3 দ্বিতীয় ডিবুস্টিংও সফল। চাঁদ থেকে আর মাত্র 25 কিমি দূরে। তারপরই চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে ভারতের এই স্বপ্নের যান। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিক্রম ল্যান্ডার। শনিবার গভীর রাত মানে ঘড়িতে যখন রাত 2টো থেকে 3টে নাগাদ চাঁদের অনেকটাই কাছে পৌঁছে যায় চন্দ্রযান 3। চাঁদ থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে রয়েছে। ডিবুস্টিংয়ের পরে বিক্রম ল্যান্ডার চাঁদের উপরে 25 x134 কিলোমিটার কক্ষপথে চলে এসেছে। এই ডিবুস্টিং মহাকাশযানটিকে আগামী দিনে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের কাছাকাছি নিয়ে এসেছে। ইসরো শুক্রবার প্রথম ডিবুস্টিং অপারেশন করেছিল এবং বিক্রম ল্যান্ডারটিকে 113 x157 কিলোমিটার কক্ষপথে নিয়ে এসেছিল।