শনিবার, 2 অগস্ট সকাল 11 টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে আদিত্য L1 সৌরযানের সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV XL C-57 রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। এই রকেটে করেই ভারতের সৌরযান আদিত্য L1 রওনা দিয়েছে। তবে ভারতের আগেও বেশ কয়েকটি দেশ সৌরমিশন পাঠিয়েছে। আসুন দেখে নেওয়া যাক একনজরে।