2024-এর অক্টোবর মাসে পাকিস্তানের ইসলামাবাদে বসছে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের (SCO)-এর বৈঠক। আগামী ১৫-১৬ অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে জয়শঙ্করের পাকিস্তান সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা। কারণ দীর্ঘ ১৫ বছর পর ভারতের কোনও বিদেশমন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছেন। ২০১৫ সালে শেষ বার পাকিস্তানে গিয়েছিলেন জয়শঙ্কর। তখন অবশ্য ভারতের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। সেই সময় বিদেশ সচিব ছিলেন জয়শঙ্কর। তবে পাকিস্তানে যাওয়ার কথা শিকার করলেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক বা ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কোনও আলোচনা করতে নয়, SCO-র মঞ্চে তাঁর পাকিস্তানে যাওয়া একটি বহুপাক্ষিক ইভেন্টের জন্য। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।