থমকে গিয়েছে ঝর্না। কলকাতায় যখন গরম জামার ভার কমাতে হচ্ছে, তখন কাশ্মীরের অবস্থা দেখুন। হাড় কাঁপানো ঠান্ডায় দুদিন আগেই ৫০ বছরের শীতলতম দিন দেখেছে শ্রীনগর। তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১০ ডিগ্রির নীচে। এহেন পরিস্থিতি কাশ্মীরের রাজৌরিতে পীরপাঞ্জল এলাকায় জমে গিয়েছে একের পর এক পাহাড়ি ঝর্না। কতটা ঠান্ডা পড়লে, তবে আস্ত পাহাড়ি ঝর্না জমে স্তব্ধ হয়ে যেতে পারে, ভাবুন। সঙ্গে ভিডিও-টিও দেখুন।